Finance

Bangladesh Finance Minister on verge of creating record

Bangladesh Finance Minister on verge of creating record

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2018, 05:32 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ২: বাংলাদেশে জাতীয় বাজেট পেশ করার ক্ষেত্রে রেকর্ড গড়তে চলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আগামী ৭ জুন বাংলাদেশের দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন তিনি।

 

এর মধ্যদিয়ে টানা ১০ বার বাজেট পেশের রেকর্ড করবেন তিনি। এটি হবে দেশের ৪৭তম বাজেট এবং অর্থমন্ত্রীর ১২তম জাতীয় বাজেট উপস্থাপন।

 

অতীতে ১২টি বাজেট পেশের রেকর্ড ছিল বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের। তবে তিনি একটানা পাঁচটি বাজেট দিয়েছিলেন।

 

স্বাধীন বাংলাদেশে টানা ১০ বার বাজেট পেশ এর আগে কোনও অর্থমন্ত্রীর করার সুযোগ হয়নি। এর আগে এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরে বাজেট পেশ করেছিলেন।  


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িতপ্রাপ্ত মন্ত্রীরাই বাজেট পেশ করেছেন।

 

তবে কখনও প্রধানমন্ত্রী, কখনও উপদেষ্টা, কখনও প্রধান সামরিক আইন প্রশাসক, আবার কখনও রাষ্ট্রপতি নিজেই এই বাজেট ঘোষণা করেছেন।

 

এমন বাজেট পেশকারীর সংখ্যা ১১ জন। তারা হলেন- তাজউদ্দীন আহমেদ, ড. আজিজুর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান, ড. এম এন হুদা, এম. সাইফুর রহমান, আবুল মাল আবদুল মুহিত,  এম সায়েদুজ্জামান, মেজর জেনারেল এম এ মুনিম, ড. ওয়াহিদুল হক, শাহ্ এএমএস কিবরিয়া ও ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।