Finance

Bangladesh government does not want to see food crisis during COVID-19 outbreak

Bangladesh government does not want to see food crisis during COVID-19 outbreak

Bangladesh Live News | @banglalivenews | 01 Apr 2020, 03:12 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১ : করোনাভাইরাসজনিত দুর্যোগে পৃথিবীর অনেক দেশেই খাদ্য ঘাটতি দেখা দেবে। আর বাংলাদেশকেই সেসব দেশে খাদ্য সরবরাহ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সের পর ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে আলোচনায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘খাদ্য উৎপাদন বাড়ানো এবং খাদ্য সংরক্ষণ করতে হবে। কারণ এরপর পৃথিবীর অনেক দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে। আমাদেরকেই কিন্তু সে খাদ্য সরবরাহ করতে হবে। সেটা মাথায় রেখেই আমাদের উৎপাদন বহুমুখী করা এবং বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে।’


কৃষিমন্ত্রীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

তার জন্য এখন যা যা ব্যবস্থা নেয়ার নিতে হবে।’ এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে একদম ইউনিয়ন-উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মকর্তারা বাড়িতে যেতে পারবে না। তাদের কর্মস্থলেই থাকতে হবে।

কারণ কৃষি উৎপাদন যেটা বৃদ্ধি করেছি সেটা অব্যাহত রাখতে হবে।’