Finance

Bangladesh: Over 25 lakh labourers working in garments industry
Amirul Momenin

Bangladesh: Over 25 lakh labourers working in garments industry

Bangladesh Live News | @banglalivenews | 22 Jan 2020, 06:58 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২২ : সরকারি হিসাব অনুযায়ি বর্তমানে পোশাক শিল্পে ইপিজেড ব্যতিত ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক কাজ করছেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিকদের মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৫৩৭ জন নারী শ্রমিক রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে পোশাক খাতে মোট ৩৩ লাখ ১৫ হাজার লোকবল রয়েছে।

এরমধ্যে নারী শ্রমিক হচ্ছে ১৫ লাখ ৩১ হাজার। বিকেএমইএ,এর হিসাব অনুযায়ী পোশাক খাতে ৩৫ লাখ শ্রমিক রয়েছে। যার ৬০ দশমিক ৮ শতাংশ নারী শ্রমিক।

সরকারি দলের আসলাম হোসেন সওদাগরের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আরো জানান, সরকার শ্রম আইনকে যুগোপযোগী করে শিল্প কারখানার কর্ম পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। শ্রমিকের ন্যুনতম বেতন করা হয়েছে ৮ হাজার ৩০০ টাকা।