Finance

Dhaka: Hilsa fish prices shoots up due to Bengali New Year

Dhaka: Hilsa fish prices shoots up due to Bengali New Year

| | 01 Apr 2018, 07:19 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা,এপ্রিল ১ঃ নববর্ষের একপক্ষ বাকি থাকতেই বাড়তি চাহিদার দোহাই দিয়ে রাজধানীতে ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে।

এক সপ্তাহের ব্যবধানে ছোট-বড় সব ধরনের ইলিশের দাম কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিক্রেতারা বলছেন, ক্রেতারা আগে থেকেই পয়লা বৈশাখের জন্য ইলিশ কিনে রাখছেন।

 

তাই বাড়তি চাহিদা তৈরি হওয়ায় ইলিশের বাজার দিন দিন চড়ছে।


এখন রাজধানীর বিভিন্ন বাজারে ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই আকারের মাছ কম দেখা গেছে।

 

৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায়। আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকায়।


বিক্রেতারা বলছেন, ‘ইলিশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদেরও বাধ্য হয়ে বেশি দামে ইলিশ বিক্রি করতে হচ্ছে।’