Finance

GDP to touch 7.65 percent

GDP to touch 7.65 percent

| | 03 Apr 2018, 07:18 am
ঢাকা, এপ্রিল ২ঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রাক্কলন করেছে যে এই চলতি চলতি অর্থবছরের (২০১৭-১৮) শেষে এই দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৭৫২ ডলার হবে।

এর পাশাপাশি, সরকার আসা প্রকাশ করেছেন যে দেশের

 জিডিপি প্রবৃদ্ধি বাজেটের প্রত্যাশা ছাড়িয়ে রেকর্ড ৭ দশমিক ৬৫ শতাংশ হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির এই হিসাব করেছে  চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণের শেষে।

একনেক বৈঠকে এই হিসাবগুলি মঙ্গলবার তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই দেশের গত বছরের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল ৭ দশমিক ২৮ শতাংশ।

এই তথ্য জানানো হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে।

বহু বছর ধরে ৬ এর ঘরে থাকার পরে,  ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ এর ঘরে পৌঁছায়।

তারপর থেকে বেড়েছে এই পরিসংখ্যান।