Finance

Onion prices touch 230 per kg

Onion prices touch 230 per kg

Bangladesh Live News | @banglalivenews | 15 Nov 2019, 05:44 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ১৫ : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে পেঁয়াজের দাম ঘণ্টায় ঘণ্টায় বেড়েই চলছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নওয়াপাড়া বাজারের বিভিন্ন দোকানে ২২০ থেকে ২৩০ টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) একই বাজারে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৪০ টাকা, বুধবার (১৩ নভেম্বর) তা বেড়ে ১৮০ টাকায় দাঁড়ায়। বৃহস্পতিবার তা ২০০ টাকার ওপরে চলে যায়।


বৃহস্পতিবার ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন স্থানীয়রা। হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন।


বাজারে পেঁয়াজ কিনতে আসা উপজেলার বুইকরা গ্রামের তৌফিক ইসলাম বলেন, একদিন আগেই ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি, আজ হঠাৎ ২২০ টাকা হওয়ায় আমার পেঁয়াজ কেনা সম্ভব হয়নি। পেঁয়াজ না কিনেই চলে যাব। পেঁয়াজ কিনতে আসা সফিক আহমেদ বলেন, পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। দুদিন আগে ১৪০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আজ বাজারে এসে দেখি ২৩০ টাকা পেঁয়াজের কেজি। যে যার মতো করে পেঁয়াজ বিক্রি করছে, যেন দেখার কেউ নেই।


ক্রেতাদের অভিযোগ, নওয়াপাড়া বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশি মতো দাম হাঁকাচ্ছেন। অতি দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন খুচরা ব্যবসায়ী বলেন, সকালে বাচ্চু মিয়ার আড়ত থেকে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি আমরা। অথচ তার গুদামে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত আছে। মূলত পেঁয়াজের দাম বাড়াচ্ছেন আড়তদাররা।