Finance

Proposal made to increase price of electricity in Bangladesh
Amirul Momenin

Proposal made to increase price of electricity in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 29 Nov 2019, 12:40 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৯ : বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ১১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত প্রথম দিনের গণশুনানিতে এ প্রস্তাব দেয়া হয়।

পিডিবি জানায়, গ্যাসের দাম বাড়ানোর কারণেই বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ। তাই পাইকারি পর্যায়ে দর সমন্বয়ের জন্যই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে।

তবে প্রথম দিনের গণশুনানিতেই মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রবল বিরোধিতা করে ভোক্তা, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা।


গণশুনানিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেল আলাল জানান, গ্যাসের দাম বাড়ানোর সময় বলা হয়েছিলো, এতে বিদ্যুতের দামে কোনো প্রভাব পড়বে না। কিন্তু এখন ভিন্ন কথা বলা হচ্ছে।


সাধারণ ভোক্তা ও বিশেষজ্ঞরা জানান, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্যই বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর সবদিক বিবেচনায় নিয়েই বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইস্যুতে আদেশের প্রতিশ্রুতি দেয় বিইআরসি।