Finance

Samsung Phones to be manufactured in Bangladesh

Samsung Phones to be manufactured in Bangladesh

| | 03 Apr 2018, 10:00 am
ঢাকা, এপ্রিল ৩ঃ এইবার থেকে বাংলাদেশের মাটিতেই স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি হবে।

এই পদক্ষেপ নেওয়ার জন্য  স্যামসাং ফোনের এ দেশীয় পরিবেশক ফেয়ার ইলেকট্রনিকস নরসিংদীতে একটি কারখানা নির্মাণ করছে।

 

স্যামসাং ইলেকট্রনিকসের ফোরজি স্মার্টফোন এই কারখানায় নির্মাণ করা হবে।

 

আজকে কোম্পানির পক্ষ থেকে এই তথ্যগুলি সাংবাদিদকের জানানো হয়।


ফেয়ার ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন সাংবাদিকদেরঃ "স্যামসাংয়ের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে আমরা নিশ্চিত করব যেন স্যামসাংয়ের বিশ্বমানের মানের পণ্যগুলো বাংলাদেশ গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে উপভোগ  করতে পারে।"

 

স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিরেক্টর স্যাংওয়ান ইউন সাংবাদিকদের বলেনঃ "ফেয়ার ইলেক্ট্রনিক্সের সাথে যুক্ত হয়ে নতুন মোবাইল উৎপাদন কারখানা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।"

 

“আমরা নিশ্চিত যে, স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোনগুলো বাংলাদেশের ডিজিটালাইজেশনের লক্ষ্য অর্জনের পথে সাহায্য করবে," উনি বলেন।

 

কোম্পানি আজ জানায় যে এই কারখানার আয়তন হবে ৫৮ হাজার স্কয়ার ফুট।