Finance

Still situation is not that it is needed to shut down garments factories, Bangladesh Minister

Still situation is not that it is needed to shut down garments factories, Bangladesh Minister

Bangladesh Live News | @banglalivenews | 15 Mar 2020, 12:00 pm
ঢাকাঃ  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই দেশে করোনাভাইরাসের রোগী ধরা পড়লেও তৈরি পোশাক কারখানা বন্ধ করার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

“এখনও সে রকম কোনো সমস্যা হয়নি যে গার্মেন্ট ফ্যাক্টরিতে এ ধরনের," মন্ত্রী সাংবাদিকদের বলেন।


“প্রতিটি গার্মেন্ট ফ্যাক্টরিতে একটা অ্যাওয়ারনেস বিল্ডআপ করা হয়েছে। অধিকাংশ ফ্যাক্টরিতে মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান দেওয়া হয়েছে এবং সচেতন করা হয়েছে," উনি বলেন।

উনি বলেন এখনও পর্যন্ত দেশের স্কুল বন্ধ করবার কোনও চিন্তা করেনি সরকার।

“কোনো ফ্যাক্টরিতে এমন অবস্থা হয়নি, যাতে করে বন্ধ করে দিতে হবে। আমরা তেমনটা চিন্তা করিনি। স্কুলগুলোও বন্ধের চিন্তা করিনি," উনি বলেন।

এই করোনাভাইরাস প্রথমে চীনে দেখা গেলেও এখন দুনিয়ার বহু দেশে মানুষ আক্রান্ত হয়েছেন।