Finance

India lifts ban on onion export

India lifts ban on onion export

Bangladesh Live News | @banglalivenews | 27 Feb 2020, 11:40 am
নিউ দিল্লিঃ ভালো খবর পেল বাংলাদেশ। অবশেষে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার আর সেই কারণেই সুবিধা পেল বাংলাদেশ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে গতকাল এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

 ্ভারতের খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাম বিলাস পাসোয়ান এই বিষয়টি জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম অনুযায়ী, বাম্পার ফলন হওয়ার কারণে দেশটিতে  রবি মৌসুমে উৎপাদিত পেঁয়াজের দামে দরপতন ঘটেছে।

 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বাংলা ট্রিবিউন খবর কাগজকে জানিয়েছেন যে ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি বুধবার সন্ধ্যার দিকে ভারতীয় রফতানিকারকরা আমাদের জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, আদেশটি এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি, এতে দুই দফতরের স্বাক্ষর বাকি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে স্বাক্ষর হয়ে গেলে রবিবার এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।  

 

তিনি খবর কাগজকে আরও বলেন রবিবার বা সোমবার থেকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। আর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের আকাশচুম্বি দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।  

 

গত বছর ভারতের বাজারে পেয়াজের দাম অগ্নিমূল্য হওয়ার কারণে বাংলাদেশে পেঁয়াজ রফতানি একেবারে বন্ধ করে দেয় ভারত।