South Asia

অন্ধ্র প্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় হুদহুদ, ৩ নিহত

অন্ধ্র প্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় হুদহুদ, ৩ নিহত

| | 12 Oct 2014, 12:27 pm
বিশাখাপত্তনম, অক্টোবর ১২- মহা শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদ রোববার সকালে ভারতের অন্ধ্র প্রদেশে রাজ্যের উপকূলবর্তী বিশাখাপত্তনম শহরে আঘাত হেনেছে, সেই দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে।

 ভারতের বিভিন্ন গণমাধ্যম এ খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৩জন মানুষ  অন্ধ্র প্রদেশে প্রাণ  হারিয়েছেন।

ঝড়ের ফলে বিশাখাপত্তনম শহরে গাছ উপরে গেছে ও বেশ কিছু জায়গায় বিদ্যুতের লাইন বিছিন্ন গেছে।

ঘূর্ণিঝড় জন্য  এই মুহূর্তে শহরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

 ভারতের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হুদহুদ ১৭০ কিলোমিটার বেগে সেই দেশের  পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত এনেছে।

ভারতের আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন যে ভারতের বেশ কিছু রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষ্যা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ডে এই  
ঘূর্ণিঝড়ের ফলে  ভারী বৃষ্টিপাত হবে।

অন্ধ্র প্রদেশে ও ওড়িষ্যা মিলিয়ে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর রোববার এক বিশেষ বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যে সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো আছে তারা যেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকে।