South Asia

Shahid Afridi first tweets PM Imran Khan to support Uyghur cause, then deletes it

Shahid Afridi first tweets PM Imran Khan to support Uyghur cause, then deletes it

Bangladesh Live News | @banglalivenews | 25 Dec 2019, 08:23 am
ইসলামাবাদ:  চীনের উইঘুর সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য করবার জন্য কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে টুইট করেছিলেন সেই দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক  শহীদ আফ্রিদি।

তবে, আশ্চর্যের বিষয় হল কিছুক্ষণ পরেই তা  মুছে ফেলেন উনি।

 

এই টুইট মছে ফেলবার পেছনে কারণ এখনও পরিষ্কার নয়।

 

নিজের টুইটে উনি আগে লিখেছিলেন চীনের উইঘুর মুসলমানদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তা হৃদয়বিদারক।

 

আমি পিটিআই সরকার প্রধান ইমরান খানকে অনুরোধ করছি এর বিরুদ্ধে কথা বলতে, উনি লিখেছিলেন।

 

শুধু তাই নয়, পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার মুসলমান উম্মার সঙ্গে চীনা ভাই-বোনদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ধারণা করা হচ্ছে যে চীনের প্রতিক্রিয়ার কারণে তার টুইটটি মুছে ফেলা হয়।