Travel

৩১ লাখ বিদেশি বাংলাদেশে গত ছয় বছ্রে বেড়াতে এসেছেন

৩১ লাখ বিদেশি বাংলাদেশে গত ছয় বছ্রে বেড়াতে এসেছেন

| | 19 Jun 2017, 10:50 am
ঢাকা, জুন ১৯ঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ জানিয়েছেন জ এগত ছয় বছ্রে বাংলাদেশের মাটিতে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

 জাতীয় সংসদের প্রশ্নোত্তরের সময় মন্ত্রী সোমবার এই তথ্য দিয়েছেন।

 

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হলে তখন আওয়ামী লীগের সামশুল হক চৌধুরীর প্রশ্নের উত্র দেওয়ার সময় মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য দেন।

 

উনি বলেন ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন বিদেশি পর্যটক এই দেশে আসেন।

 


দুই লাখ ৭৭ হাজার ৫৯৬ জন বিদেশী এই দেশে ২০১৩ সালে ভ্রমণের জন্য আসেন।

 

এটি ছিল সব চেয়ে কিমি. সংখ্যা।

 

৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন বিদেশি পর্যটক ২০১৫ সালে এই দেশে ঘুরতে আসেন, জানান মন্ত্রী।