Travel

নতুন বছরের অবিশ্বাস্য অফারটি’র সময় আরো বৃদ্ধি করল বিমান বাংলাদেশ

নতুন বছরের অবিশ্বাস্য অফারটি’র সময় আরো বৃদ্ধি করল বিমান বাংলাদেশ

| | 10 Dec 2017, 09:44 am
ঢাকা, ডিসেম্বর ১০ঃ জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী নতুন বছর ২০১৮ সালে জনপ্রিয় পর্যটন গন্তব্যসমূহে আকাশ পথে ভ্রমণকে আরো সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সম্মাণিত যাত্রী সাধারণের সুবিধার্থে অবিশ্বাস্য মূল্যে বিভিন্ন সেক্টরে ঘোষিত আকর্ষণীয় অফারটি’র টিকেট ক্রয়ের সময়সীমা আরো ১৫ দিন বর্ধিত করেছে।

অর্থাৎ এই অফারের আওতায় আগামী ২২ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত টিকেট কেনা যাবে (যা পূর্বে ০৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ছিল)।

 

"এই অফারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬০৪২/- টাকা এবং ঢাকা-সিংগাপুর-ঢাকা ১৮১১৬/- টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪০৩৬/- টাকা, ঢাকা-কোলকাতা-ঢাকা ৮৬৮৫/- টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬৪৫৮/- টাকা সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করেছে। আগামী ১লা জানুয়ারী ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৮ তারিখের মধ্যে  ভ্রমণ করতে হবে," একটি বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে।


"বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েব সাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে," আরও বলা হয়েছে প্রেস বিবৃতিতে।