Muktijudho

মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হল

মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হল

| | 10 May 2016, 11:20 pm
ঢাকা, মে ১১-- ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত কুখ্যাত আল-বদর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে,বুধবার জানায় পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

 

স্বজনেরা গতকাল কারাগারে গিয়ে ওনার সাথে দেখা করেন।

 

নিজামীকে  সোমবার কারাগারে তাঁর করা রিভিউ  খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছিল।

 


পরে ওনাকে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের মনমথপুর গ্রামে দাফন করা হয়।

 


ফাঁসি কার্যকর হওয়ার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় নিজামীর লাশ অ্যাম্বুলেন্সে সাঁথিয়ারএনিয়ে যাওয়া হয়।

 


নিজামীর দাফনকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা দেখা গেছিল।

 


২০১৪ সালে নিজামীর বিরুদ্ধে মামলায় ফাঁসির রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 


পরে উনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

 

এই বছর ৬ জানুয়ারি আপিল বিভাগ ফাঁসির রায় বহাল রাখে।

 


একটি গুরুত্বপূর্ণ আদেশে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন ওনার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন।