Muktijudho

যুদ্ধাপরাধ: চূড়ান্ত হল পাকিস্তানি সেনা শহীদুল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন

যুদ্ধাপরাধ: চূড়ান্ত হল পাকিস্তানি সেনা শহীদুল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন

| | 21 Mar 2017, 11:05 am
ঢাকা, মার্চ ২১ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রথমবার পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক এক সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ থাকায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে।

এই পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক সদস্য হলেন মুহাম্মদ শহীদুল্লাহ।

 

ওনার বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হত্যার মত মানবতাবিরোধী অপরাধের তিন ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে।

 

এই মুহূর্তে, আসামীর  বয়স হল ৭৫ বছর।

 

ওনার বাড়ি হল কুমিল্লার দাউদকান্দি থানার আমিরাবাদ গ্রামে।

 

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, এই এলাকাতেই উনি  যুদ্ধাপরাধ ঘটিয়েছিলেন।