Muktijudho

মুজাহিদের ফাঁসি বহাল

মুজাহিদের ফাঁসি বহাল

| | 16 Jun 2015, 11:11 am
ঢাকা, জুন ১৬- দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রেখে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আলবদর বাহিনীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন।

একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়েই এই মৃত্যুদণ্ড পেয়েছিলেন মুজাহিদ।

 

এই সাজাটির রায় ২০১৩ সালের ১৭ জুলাই মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছিল।

 

আজকের রায়টি দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

 

আদালতে এই জামায়াত নেতার বিরুদ্ধে সংক্ষিপ্ত আদেশটি ৯টা ৭ মিনিটে পড়া শুরু হয়। এক মিনিটের মধ্যেই সেটি পড়া শেষ হয়েছিল।

 


ওনার ফাঁসি হলে, এই প্রথম দেশের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা কোনও নেতাকে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে এই সাজা পেতে হবে।