Muktijudho

আজ সাখাওয়াত হোসেনসহ আটজনের রায় ঘোষণা

আজ সাখাওয়াত হোসেনসহ আটজনের রায় ঘোষণা

| | 10 Aug 2016, 04:55 am
ঢাকা, আগস্ট ১০- বুধবার দেশের এক আদালতে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ আটজনের বিরুদ্ধে কড়া মামলায় রায় ঘোষণা করবে।

রায়টি ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

তিন সদস্যের এই ট্রাইব্যুনাল এর নেতৃত্বে থাকবেন বিচারপতি আনোয়ারুল হক।

 

গ্র ১৪ জুলাই এই মামলায়  যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।

 

তারপরে,  রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

 

সাখাওয়াত ছাড়া আর সাতজন হলেন মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেক।

 

এদের সবার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ রয়েছে।