Muktijudho

কিশোরগঞ্জের দুই ‘রাজাকারের’ রায় প্রকাশ হতে পারে যে কোনো দিন

কিশোরগঞ্জের দুই ‘রাজাকারের’ রায় প্রকাশ হতে পারে যে কোনো দিন

| | 07 Mar 2017, 06:03 am
ঢাকা, মার্চ ৭ঃ একাত্তরের যুদ্ধাপরাধ মামলার বিষয় কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে রায় যে কোনো দিন প্রকাশ হতে পারে।

এই দুইজন ব্যাক্তির বিরুদ্ধে রাজাকার বাহিনীর সদস‌্য হিসেবে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের মত ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটানোর ছয় অভিযোগ আছে।

আজকে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ  রেখেছেন।

তার আগে, এই মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন করেছেন।

মোসলেম প্রধান গ্রেপ্তার হলেও, এখনও পর্যন্ত  হুসাইন পলাতক পলাতক আছেন।