Muktijudho

ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদণ্ড দিল আদালত

ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদণ্ড দিল আদালত

| | 05 Dec 2016, 05:59 am
ঢাকা, ডিসেম্বর ৫ঃ একটি গুরুত্বপূর্ণ রায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইদ্রিস আলী সরদারকে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন।
আজকের রায়টি ঘোষণা করেছেন বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।


আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন-ধর্ষণ, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছিল।

সব অভিযোগ প্রমাণিত হয়েছে।

দুটিতে  মৃত্যুদণ্ড দেওয়া হলেও, আর দুটির মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ডাদেশ ও অন্যটিতে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে আলীকে।