Muktijudho

মুক্তিযুদ্ধঃ ইউসুফের জামিন বাতিল

মুক্তিযুদ্ধঃ ইউসুফের জামিন বাতিল

| | 23 Oct 2013, 05:42 am
ঢাকা, অক্টোবর ২৩: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার যুদ্ধাপরাধী জামাত-এ-ইসলামী নেতা একেএম ইউসুফের জামিনের আবেদন বাতিল করে।

 ট্রাইব্যুনাল জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যাতে ইউসুফের যথার্থ চিকিৎসার বন্দোবস্ত করা হয় যখনই তিনি শারীরিক কোন অসুস্থতার উল্লেখ করবেন।

 
ইউসুফের উকিল মোঃ সইফুর রহমান অক্টোবর ৯এ তাঁর জামিনের আর্জি জানান ৮৭ বর্ষীয় নেতার অসুস্থতার কারণ দেখিয়ে। 
  
অগাস্ট ১এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইউসুফকে ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় করা গণহত্যার অপরাধে অভিযুক্ত করে। 
 
ট্রাইব্যুনাল তাঁকে মানবতার বিরুদ্ধে করা ১৩টি অপরাধে অভিযুক্ত করে। 
 
তাঁকে মুক্তিযুদ্ধের সময় খুলনায় গণহত্যার ছয়টি চার্জে, হিন্দুদের ঘরবাড়ি লুটপাটের ও অগ্নিসংযোগের একটি চার্জে, জোর করে ধর্মান্তর করার একটি চার্জে ও অপহরণ, কারাবাসে নির্যাতন ও হত্যার পাঁচটি চার্জে অভিযুক্ত করা হয়।  
 
 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই ২৪এ জানিয়েছিল যে অগাস্ট ১এ ইউসুফের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার নির্ণয় নেওয়া হবে।
 
প্রসিকিউশান ও ডিফেন্সের যুক্তিতর্ক শোনার পরে জাস্টিস ওবায়দুল হাসান এই
তারিখ স্থির করেন।
 
প্রসিকিউশান কুখ্যাত রাজকর সংগঠনের প্রতিষ্ঠাতা ইউসুফের বিরুদ্ধে ১৫টি কাউণ্টে চার্জ লাগাবার আবেদন করেছিলেন। সেগুলি হল ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় খুলনা এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, কয়েদ, নির্যাতন, অগ্নিসংযোগ আক্রমণ, লুটপাট ও জবরদস্তি হিন্দুদের মুসলমানে ধর্মান্তরিত করা। 
 
ডিফেন্স ইউসুফের মুক্তির দাবী জানিয়ে বলেছিলেন তাঁকে বাংলাদেশের মুক্তির পরে গ্রেফতার করা হয়েছিল ও পরে জেনারেল অ্যামনেস্টি দেওয়া হয়েছিল।
 
তাঁর রাজকর সংগঠন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে হাত মেলায় ১৯৭১-এ তিন লাখ বাংলাদেশীকে হত্যা করার জন্যে।
 
গত মে মাসে ধানমণ্ডিতে তাঁর বাড়ি থেকে জামাতের নায়েব-এ-আমিরকে গ্রেফতার করা হয়।