Muktijudho

জিয়াউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হল

জিয়াউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হল

| | 01 Aug 2017, 10:34 am
ঢাকা, আগস্ট ১ঃ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করে মঙ্গলবার সাবসেক্টর কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে দাফন করা হয়েছে।

পাড়েরহাট সড়কের পারিবারিক কবরস্থানেইওনাকে দাফন করা হয়।

 

ওনাকে নিজের মা-বাবার কবরের পাশে সায়িত করা হয়েছে।

 

আজকে এই শেষ বিদায় জানানোর মুহূর্তে, যশোর সেনানিবাসের মেজর মো. আলমগীর ইকবাল খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার দেন এই নেতাকে।

 

এর পাশাপাশি, ব্রিগেডিয়ার জেনারেল মাইনুল রহমান জিয়াউদ্দিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানান।

 

এই নেতার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।

 

জিয়াউদ্দিনের জানাজা সোমবার পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছিল।

 


সোমবার মন্ত্রীসভা একাত্তরে সুন্দরব্ন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

 

আজকে এই বিষয় শোক প্রস্তাব গ্রহণ করেন মন্ত্রীসভা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সেই বৈঠকের শুরুতেই শোক প্রস্তাবটি নেওয়া হয়।

 

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজকের বৈঠকের বিষয় সাংবাদিকদের জানান।

 

উনি সাংবাদিকদের বলেনঃ "কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।”

 

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ২৮ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেজর জিয়াউদ্দিন আহমেদ।

 

হাসপাতালটিতে বেশ কিছুদিন ধরে উনি চিকিৎসাধীন ছিলেন।

 

ভুগছিলেন লিভার সিরোসিস অসুখে।