Muktijudho

Hasim's graveyard cleaned, Chattra League pays tribute to him

Hasim's graveyard cleaned, Chattra League pays tribute to him

Bangladesh Live News | @banglalivenews | 30 Aug 2018, 11:34 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৩১ ঃ বন্দর নগরী চট্টগ্রামে সিআরবির পাহাড়ি ঢলের বালু আর আবর্জনার স্তুপে চরম অবহেলায় পড়ে থাকা শহীদ মুক্তিযোদ্ধা আবদুল হাসিমের সমাধি পরিষ্কার করে ফুল দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল নয়টায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে নগর ছাত্রলীগের একদল কর্মী সমাধির আবর্জনা পরিষ্কার করেন।

 

এরপর সভাপতি ইমরান আহমেদ ইমুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা বীর শহীদের সমাধিতে ভালোবাসার ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান।


জানা যায়, সিআরবি এলাকার সংস্কারের সময় শহীদ মুক্তিযোদ্ধার সমাধিটি টাইলস করা হলেও দীর্ঘদিন চরম অবেহলায় পড়ে ছিল।

 

পাহাড়ি ঢলের বালু আর রেলওয়ে কর্মচারীদের ফেলা আবর্জনায় বোঝার উপায় ছিল না সেটি একটি সমাধি।

 

বিষয়টি পীড়াদায়ক হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাধিটি পরিষ্কারের উদ্যোগ নেয়। ফুল দেওয়ার পর নগর ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে একটি সচেতনতামূলক ফেস্টুন টাঙানো হয়।

 

যাতে লেখা হয়েছে- হে পথিক, এখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এখানে ঘুমিয়ে আছেন জাতির শেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হসিম। শ্রদ্ধাবনত চিত্তে সূরা ফাতিহা পাঠ করুন।