Muktijudho

মৃত্যুদণ্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার মোবারক

মৃত্যুদণ্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার মোবারক

| | 24 Nov 2014, 02:06 pm
ঢাকা, নভেম্বর ২৪- সোমবার দেশের একটি আদালত মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।

আদালত হোসেনকে হত্যা, নির্যাতনের মতো যুদ্ধাপরাধের দায়ে এই মৃত্যুদণ্ডের রায় শোনায়।

 

রায়টি ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

 

এই ৬৪ বছর বয়সী স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা একাত্তরে আখাউড়ার রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন।

 

পরে আওয়ামী লীগে যোগ দিলেও ওনাকে দল থেকে ২০১১ সালে বহিষ্কার করা হয়েছিল।

 

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানের মানুষ এই রায়টিকে স্বাগত জানিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছে।