Muktijudho

ট্রাইব্যুনালে পৌঁছাল কামারুজ্জামানের রায়ের কপি

ট্রাইব্যুনালে পৌঁছাল কামারুজ্জামানের রায়ের কপি

| | 08 Apr 2015, 07:20 am
ঢাকা, এপ্রিল ৮- বুধবার একাত্তরের যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানার পুনর্বিবেচনা আবেদনটি খারিজের রায়টি আপিল বিভাগ থেকে

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে।

এর আগে বিচারপতিরা এই কপিতে সই করেছেন।

পরে এই কপিটি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

কারাগারে পৌঁছানোর পরেই সেখানকার কর্তৃপক্ষ কামারুজ্জামানের প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা সারতে পারবে ।

দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার  কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানার পুনর্বিবেচনা আবেদনটি খারিজ করে দিয়ে তার ফাঁসির আদেশ বহাল রেখেছিল।

রোববার এই বিষয় শুনানি শেষ হয়েছিল।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতি আজ এই বিষয় তাদের রায় ঘোষণা করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেনঃ "রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইবেন কি না, সেই ব্যাপারে তাকে জেল কর্তৃপক্ষ জানাবেন।"

 ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কামারুজ্জামানের সাথে দেখা করবার জন্য তার পরিবারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।