Muktijudho

Muktijoddha gives education on Muktijoddha

Muktijoddha gives education on Muktijoddha

Bangladesh Live News | @banglalivenews | 01 Oct 2019, 08:02 am
নিজস্ব প্রতিনিধি, ১ : মুক্তিযুদ্ধ শুরু কীভাবে হলো? কার ইশারায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়লেন দেশের মানুষ? কোথায় কোথায় মুক্তিযুদ্ধে অংশ নেন? মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা কী ছিল? এসব প্রশ্নের উত্তরের সাথে লোমহর্ষক কাহিনী ও সফলতার গল্প জানতে রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে একদল শিক্ষার্থী ছুটে যায় স্কুলের পার্শ্ববর্তী বাসিন্দা মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের বাড়িতে।

থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প ও কাহিনী শুনে আবেগাপ্লুত হয়ে পড়ে শিক্ষার্থীরা।


ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের কেএখান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের সাথে মুক্তিযোদ্ধাদের সাক্ষাত হয়। রোববার সকালে মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের বাড়িতে গিয়ে তার সাক্ষাতকার নেয় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপরে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের কাছে প্রশ্ন করে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিন হোসেন মাহাতাব, আব্দুস ছালাম হাওলাদার, জাফর আলী, কেএখান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক হাওলাদার, সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান, করুনা রানী কর, মো. শহীদুল ইসলাম কাজী। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানায়।