Muktijudho

সুবহানের ফাঁসির রায়

সুবহানের ফাঁসির রায়

| | 18 Feb 2015, 01:05 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১৮- বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর রায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে।

ঈশ্বরদী এবং সুজানগর এলাকাতে গণহত্যা ও তিনটি আরও হত্যার ঘটনার জন্য এই নেতাকে ট্রাইব্যুনালটি সুবহানকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে।

 

এই ঘটনাগুলি ঘটেছিল একাত্তর সালে।

 

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় মোট ২৩জন মানুষকে ঈশ্বরদীতে মসজিদ থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল।

 

ঘটনাগুলির ভয়াবহতার কথা বিচার করে আদালত এই নেতার বয়স বিবেচনা না করে মোট তিনটি ঘটনায় ওনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

 

সোমবার সুবহানের বিষয় রায় দেওয়ার জন্য ট্রাইব্যুনালটি বুধবারের তারিখ ঠিক করেছিল।