Muktijudho

সুবহানের বিরুদ্ধে মামলার রায় বেরোবে যে কোনো দিন

সুবহানের বিরুদ্ধে মামলার রায় বেরোবে যে কোনো দিন

| | 04 Dec 2014, 02:37 pm
ঢাকা, ডিসেম্বর ৪- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যেকোনো দিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলয় তাদের রায় ঘোষণা করতে পারে।

রাষ্ট্রপক্ষ আদালতের কাছে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানের জন্য মৃত্যুদণ্ডের দাবি করেছে।

 

আজ এই মামলায় দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে।

 

শুনানির শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই মামলাটিতে তাদের রায়টি অপেক্ষমাণ (সিএভি) রাখেন।