Muktijudho

আওয়ামী লীগ আলিমের রায়কে স্বাগত জানায়ঃ হানিফ

আওয়ামী লীগ আলিমের রায়কে স্বাগত জানায়ঃ হানিফ

| | 09 Oct 2013, 12:01 pm
ঢাকা, অক্টোবর ৯: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সচিব মাহবুবুল আলম হানিফ বুধবার বলেন যে তাঁর দল যুদ্ধাপরাধী আবদুল আলিমের আমৃত্যু কারাবাসের সাজাকে স্বাগত জানায়।

 বিএনপি জানায় তারা তাদের প্রতিক্রিয়া পরে জানাবে।

 
 আলিমের পুত্র সাজ্জাদ বিন আলিম বুধবার বলেন তাঁর পিতাকে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হয় মিথ্যা ও বানানো চার্জের ওপর ভিত্তি করে।
 
"আমাদের পিতা ১৯৭১এ জয়পুরহাটের থেকে অনেক দূরে লুকিয়ে ছিলেন। আমার মা তখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমরা তখন অনেক ছোট। আমাদের বাবা আমাদের খেয়াল রাখতেন," সাজ্জাদ বলেন।
 
 ঢাকার একটি স্পেশাল ট্রাইব্যুনাল বুধবার প্রাক্তন বিএনপি মন্ত্রী আবদুল আলিমকে আমৃত্যু কারাবাসের সাজা শোনায় ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে।
 
"আবদুল আলিমের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু ৮৩ বর্ষীয় আলিমের স্বাস্থ্য ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাঁকে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হল," বলেন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান জাস্টিস ওবাইদুল হাসান।
 
আলিমের বিরুদ্ধে দায়ের করা ১৭টি অভিযোগের মধ্যে নয়টি প্রমাণিত হয়েছে তিনবার সাংসদ হওয়া আলিমের বিরুদ্ধে।