Muktijudho

নিজামীর রিভিউ রায় বেরোবে বৃহস্পতিবার

নিজামীর রিভিউ রায় বেরোবে বৃহস্পতিবার

| | 03 May 2016, 08:16 am
ঢাকা, মে ৩- মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা তাঁর ফাঁসির রায়ের আদেশের পুনর্বিবেচনা করে আবেদনটির শুনানি শেষ হয়েছে।

সর্বোচ্চ আদালত এই বিষয় তাদের রায় দেবেন আগামী বৃহস্পতিবার।

 

আজকের এই শুনানি শেষ হয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের সামনে।

 

পড়ে শুনানি শেষ হলে আদেশের জন্য দিন নির্ধারণ হয়।

 

একটি গুরুত্বপূর্ণ রায়  সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখে. তিনটি অভিযোগে নিজামীর ফাঁসি বহাল রাখার পাশাপাশি, আদালত এই নেতার বিরুদ্ধে  দুটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন।

 

তবে তিনটি অভিযোগ খালাস করা হয়েছে জামায়াতে ইসলামীর আমিরকে।

 

আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৪ সালের ২৯ অক্টোবর এই নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।