Muktijudho

বহাল থাকলো মীর কাসেমের ফাঁসি

বহাল থাকলো মীর কাসেমের ফাঁসি

| | 08 Mar 2016, 09:37 am
ঢাকা, মার্চ ৮- একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার বহাল রেখেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়।

আজকের রায়টি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২০১৪ সালের ২ নভেম্বর আলীকে ফাঁসির আদেশ  দিয়েছিলেন।

 

ওনার বিরুদ্ধে আনা ১৪ টির মধ্যে ট্রাইব্যুনালে ১০ টি অভিযোগ প্রমানিত হয়েছিল।

 

১১ ও ১২ নম্বর অভিযোগে ফাঁসির আদেশ দেওয়ার পাশাপাশি বেশি কিছু অভিযোগে ওনাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

 

আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাতটি অভিযোগে এই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার সাজা বহাল রেখেছেন।

 

তিনটি অভিযোগ থেকে ওনাকে খালাস দেওয়া হয়েছে।

 

২০১৪ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন মীর কাসেম আলী।

 

শুনানির শেষে আজকে রায়ের দিন হিসেবে ধার্য করা হয়েছিল।

 

Image: Wikimedia Commons

২০১২ সালের ১৭ জুন গ্রেপ্তার করা হয়েছিল  মীর কাসেম আলীকে।