Muktijudho

যুদ্ধাপরাধঃ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপীল সালাউদ্দিনের

যুদ্ধাপরাধঃ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপীল সালাউদ্দিনের

| | 29 Oct 2013, 06:31 am
ঢাকা, অক্টোবর ২৯ যুদ্ধাপরাধী বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার আপীল বিভাগে আবেদন করেন যাতে তাঁর মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করা হয়।

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অক্টোবর ১ তারিখে ১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেফতারিত চৌধুরীকে ফাঁসির সাজা শোনায়।

 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেপ্টেম্বর ৩০ তারিখে জানায় চৌধুরীকে সাজা শোনানো হবে  অক্টোবর ১-এ।
 
"আমরা কাল এই মামলায় রায় শোনাব," জানান মুখ্য বিচারক জাস্টিস এটিএম ফাজলে কবির সেপ্টেম্বর ৩০-এ।
 
চৌধুরীকে সেই দিনই কাশিমপুর পার্ট-১ পেনিটেনশিয়ারি থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
 
জুলাই মাসে কবির চৌধুরীকে বলেন যে যখন একজন অপরাধীর মনে চূড়ান্ত অনুশোচনা হয় তখনই সে শাস্তি প্রার্থনা করে।
 
সালাউদ্দিন অনেক বার ট্রাইব্যুনালকে বলেছেন তাঁকে ফাঁসির সাজা দিতে।
 
তাঁকে মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে করা অপরাধের জন্যে গ্রেফতার করা হয়।
 
তিনি ২৩টি কাউণ্টে যুদ্ধাপরাধ বিচারের সম্মুখীন হন।
 
"আমার ৩৮ বছরের সার্ভিসে আমি অনেক সেশন মামলা দেখেছি। কিন্তু কেউ আমায় বলেনি তাকে ফাঁসি দিতে বা আজীবন কারাবাসের শাস্তি দিতে," কবির বলেন।
 
"এই ট্রাইব্যুনালে সব অভিযুক্তরা বলেছে যে তারা নির্দোষ ও তাদের যেন সব চার্জ থেকে বেকসুর খালাস করা হয়।"
 
"আমরা জানি না চৌধুরী ১৯৭১এ কি করেছিলেন। হয়তো তিনি চূড়ান্ত অনুশোচনা থেকে এইসব বলছেন," কবির বলেন।