Muktijudho

২৫ জুলাই মীর কাসেম আলীর রিভিউ শুনানি

২৫ জুলাই মীর কাসেম আলীর রিভিউ শুনানি

| | 21 Jun 2016, 06:32 am
ঢাকা, জুন ২১- মঙ্গলবার আপিল বিভাগ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর শুনানির দিন হিসেবে ধার্য করেছে ২৫ জুলাই তারিখটিকে।

এই দিনটি ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, এই বিষয়টি দ্রুত শুনানির জন্য  রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছে।

সোমবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পেয়েছেন মীর কাসেম।

এখন থেকে উনি এই কারাগারে থাকবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এই জামায়াত নেতাকে ২০১৪ সালের ২ নভেম্বর  মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও গত ৮ মার্চ সেই আদেশ বহাল থাকে।