Muktijudho

নিজামীকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

নিজামীকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

| | 29 Oct 2014, 04:15 pm
ঢাকা, অক্টোবর ২৯- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করার জন্যই আজকে নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এই আদেশটি দিয়েছেন।

 

মোট ষোলোটির মধ্যে, নিজামীর বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমানিত হয়েছে।

 

এরই মধ্যে চারটি অভিযোগে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

বিচারের দিনে, আজ নিজামীকে হাজত থেকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় আনা হয়েছিল।

 

১৯৭১ সকালে স্বধীনতা সংগ্রামের সময় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যায় জড়িত থাকার ১৬টি অভিযোগ আনা হয়েছিল এই প্রাক্তন মন্ত্রী এবং আইনজীবীর বিরুদ্ধে।

 

আন্তর্জাতিক অপরাধ আদালত-১ গত ২৪শে জুন নিজামি মামলার রায় ঘোষণা করবে বলে ঠিক ছিল, কিন্তু অভিযুক্তকে \\\'অসুস্থতার কারণে\\\' আদালতে হাজির করানো যায়নি, এই কারনে রায় দান পিছিয়ে দেওয়া হয়।

 

তবে আজ তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ থেকে ওনাকে খালাস করে দিয়েছে ট্রাইব্যুনাল-১।

 

নিজামি মামলার রায় আরও চার মাস আগেই ঘোষণা হবার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

 

২০০০ সাল থেকে জামাতের আমির থাকা নিজামিকে মুসলমানদের ধর্মীয় আবেগে আঘাত করার একটি মামলায় ২০১০ সালের ২৯শে জুনে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁকে যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত করা হয়।



যুদ্ধাপরাধ বিষয়ে অনুসন্ধানকারী সংস্থা নিজামির ব্যাপারে ২০১১ সালের অক্টোবর মাসে ৪১১ পাতার একটি তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়। সরকার পক্ষ থেকে জামাত প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ আনা হয় ২০১১ সালের ১১ই ডিসেম্বর।