Sports

শুরু হল ‘খোঁজ: দি নাম্বার ওয়ান স্পিনার’ দেশের সেরা স্পিনারের খোঁজে রবি ও বিসিবি

শুরু হল ‘খোঁজ: দি নাম্বার ওয়ান স্পিনার’ দেশের সেরা স্পিনারের খোঁজে রবি ও বিসিবি

| | 14 Feb 2017, 12:11 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১৪ঃ গত বছরের “ফাস্ট বোলার হান্ট” ক্যাম্পেইনের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এ বছর রবি ও বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের সেরা স্পিনার খুঁজে বের করতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের ১৬ থেকে ২৩ বছর বয়সের যে কোনো ছেলে-মেয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

‘খোঁজ: দি নাম্বার ওয়ান স্পিনার’ ক্যাম্পেইনটি ইতোমধ্যে দেশের তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক তরুণ স্পিনার ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

 

সম্ভাবনাময় স্পিনার নির্বাচন করতে বলকে ঘোরানোর দক্ষতা, বৈধ বোলিং অ্যাকশন, আধুনিক ও কার্যকর বোলিং শৈলী ইত্যাদিকে মানদন্ড ধরে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এছাড়া প্রাথমিকভাবে বাছাইকৃত স্পিনারদের বৈচিত্র্যতা মূল্যায়নের জন্য তাদের দক্ষতা যাচাই করা হবে বিভিন্ন ধরনের উইকেটে। ধরণ-ভিত্তিক (লেফট আর্ম স্পিন, অফ স্পিন ও লেগ স্পিন) বাছাই প্রক্রিয়া বিবেচনায় থাকলেও সবমিলিয়ে সার্বিকভাবে দক্ষ স্পিনারকেই নির্বাচন করা হবে।

 

রাজধানীর মিরপুরের হোম অব ক্রিকেটে আজ সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৭ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে বিসিবি’র ভাইস প্রেসিডেন্ট ও হাই পাফরম্যান্স কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম, সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং রবি’র ব্রান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন’র ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক এবং কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির উপস্থিত ছিলেন।

 

তিনটি পর্বে ক্যাম্পেইনটি ভাগ করা হয়েছে। প্রতিটি পর্ব এমনভাবে সাজানো হয়েছে যেন সারা দেশের মেধাবী স্পিনাররা তাদের দক্ষতা অনুসারে নির্বাচিত হওয়ার সমান সুযোগ পান। স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনটি তৃণমূল পর্যায়ের ক্রিকেট অবকাঠামোকে আরো শক্তিশালী করবে বলে প্রত্যাশা রবি’র।

 

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে প্রথম পর্বটি শুরু হবে যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে দেশের ৬৪টি জেলার জেলা ক্রীড়া সংস্থা তাদের প্রতিটি জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অংশগ্রহণকারী স্পিনারদের জন্য ট্রায়াল সেশনের আয়োজন করবে। মেধাবী স্পিনারদের বাছাই করতে বিভাগীয় কোচের নেতৃত্বে এবং সহযোগী জেলা কোচের সহযোগিতায় গঠিত একটি টেকনিক্যাল টিম নিয়োজিত থাকবে। এ পর্বে প্রতিটি জেলায় ছেলে ও মেয়ে মিলিয়ে সর্বোচ্চ ২৫ জন স্পিনার নির্বাচন করা হবে।

 

প্রথম পর্ব থেকে বাছাইকৃত স্পিনাররা ৩ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে ১০ টি বিভাগীয় অথবা সম পর্যায়ের ভেন্যুতে অংশগ্রহণ করবে। এ পর্যায়ে বিসিবি’র সেন্ট্রাল টেকনিক্যাল টিম স্পিনার বাছাই প্রক্রিয়ায় নিয়োজিত থাকবে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে রবি। এই পর্ব থেকে মোট ৬০ জন স্পিনার বছাই করা হবে যারা তৃতীয় পর্বে অংশগ্রহণ করবে।

 

২০ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় পর্বটি সঙ্গতকারণেই হবে আবাসিক। পুরো পর্বটি জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে। বিসিবি’র সেন্ট্রাল টেকনিকাল টিম ট্যালেন্ট বাছাইয়ের এই পর্বটি পরিচালনা করবে। এতে সব ধরনের সাজ-সরঞ্জামের ব্যবস্থা করবে রবি। দ্বিতীয় পর্ব থেকে বাছাইকৃত ৬০ জন স্পিনারের শারিরীক সামর্থ যাচাই এবং ভিডিও চিত্রের মাধ্যমে তাদের বোলিং পর্যবেকক্ষণ করা হবে। পর্বটি শেষে ১০ জন ছেলে-মেয়েকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

 

বিসিবি’র হাই পারফরম্যান্স কমিটি’র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, “দক্ষ স্পিনার ছাড়া বিশ্বমানের বোলিং আক্রমণ নিশ্চিত করা সম্ভব না। খেয়াল করে দেখবেন স্পিন বোলিং এখন শিল্পে পরিণত হয়েছে, বল ঘুরাতে পারাটাই যথেষ্ট নয়। বলের গতিপথের ধাঁধায় ফেলে প্রতিপক্ষকে ঘায়েল করাই স্পিনারের কাজ। আবার দীর্ঘ সময় ধরে খেলার ক্ষেত্রে কাঁধের ওপর যথেষ্ট চাপ পড়ে বলে শারিরীক সামর্থ্যরে প্রশ্নটিও চলে আসে। ক্যাম্পেইন জুড়ে আমাদের বিশেষজ্ঞ দল স্পিন বোলিংয়ের এসব দিক যাচাই-বাছাই করে দেখবেন। এ ধরনের প্রতিভা খুঁজে বের করার উদ্যোগে পৃষ্ঠপোষকতা করার জন্য রবি’কে আমরা ধন্যবাদ জানাই।”

 

রবি’র ব্র্যান্ড এন্ড মার্কেট কমিউনিকেশন’র ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক বলেন, “জাতীয় দলের গর্বিত পৃষ্ঠপোষক হবার পর থেকেই আমরা বলে আসছি, দেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবি’র সাথে একযোগে কাজ করবো। আপনারা জানেন আমরা ফাস্ট বোলার হান্ট’র মাধ্যমে ইতোমধ্যে সারা দেশ থেকে এক ঝাঁক তরুণ সম্ভাবনাময় ফাস্ট বোলার খুঁজে বের করেছি। এদের মধ্যে কয়েকজন ফাস্ট বোলার জাতীয় পর্যায়ের নির্বাচকদের মনোযোগ আকর্ষণ করেছেন। আমাদের বিশ্বাস, ‘খোঁজ- দি নম্বর ওয়ান স্পিনার’ ক্যাম্পেইনের মাধ্যমে দেশকে আমরা বিশ্বমানের স্পিন বোলার উপহার দিতে পারবো। এ লক্ষ্য বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য বিসিবি’র কাছে আমরা কৃতজ্ঞ।”

 

‘খোঁজ- দি নাম্বার ওয়ান স্পিনার’ বিজয়ীদের আরও অগ্রগতির জন্য বিসিবি’র হাই পারফরম্যান্স স্কোয়াডে’র অধীনে প্রশিক্ষণ দেয়া হবে। বিস্তারিত জানতে www.wearetigers.com.bd সাইটটি ভিজিট করতে পারেন।