Sports

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স

| | 18 Jan 2015, 01:38 pm
জোহানেসবার্গ, জানুয়ারি ১৮- রোববার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স রোববার ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মেরে গড়ে ফেলেন নতুন বিশ্বরেকর্ড।

মাত্র ৩১ বলে নিজের শতরানটি করে, এবি ডি ভিলিয়ার্স ওয়ানডেতে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ডটি নিজের নামে করে ফেলেছেন।

 


তাঁর ঝোড়ো এই ইনিংসে মেরেছেন নয়টি চার ও ১৬টি বিশাল ছক্কা।

 

এই রেকর্ডটি গড়ার পথে এবি ডি ভিলিয়ার্স ভেঙ্গে ফেলেছেন নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে শতক করবার রেকর্ডটি।

 

গত বছর জানুয়ারির ১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই রেকর্ডটি করেছিলেন কোরি।

 


এবি ডি ভিলিয়ার্স, হাসিম আমলা ও রিলি রুশোর শতকের উপর ভর করে ২ উইকেটে ৪৩৯ রানের বিশাল স্কোর দার করেছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে।

 

ওয়েস্ট ইন্ডিজ তাদের ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে।

 

১৪৮ রানে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
 

 

ছবিঃ উইকিমিডিয়া কমন্স