Sports

 ওয়েস্ট ইন্ডিজকে চূর্ণ করে নিউ জিল্যান্ড সেমি-ফাইনালে, গাপটিল ২৩৭

ওয়েস্ট ইন্ডিজকে চূর্ণ করে নিউ জিল্যান্ড সেমি-ফাইনালে, গাপটিল ২৩৭

| | 21 Mar 2015, 02:41 pm
ওয়েলিংটন, মার্চ ২১-বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে নিউ জিল্যান্ড সেমি ফাইনালে পৌঁছেছে।

বিশ্বকাপের ইতিহাসে নতুন ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল।

 

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মেরে ১৬৩ বলে স্বপ্নের ২৩৭ রান করে ক্রিকেট দুনিয়াকে উপহার দিয়েছেন একটি অপরাজিত স্মরণীয় ইনিংস।

 

এই ইনিংসে মেরেছেন ২৪টি চার ও ১১ টি ছয়।

 

এই বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের (২১৫) দ্বিশতকের রেকর্ডটি গুঁড়িয়ে দিয়ে গাপটিল এখন এই ৫০ ওভারের টুর্নামেন্টের সর্বোচ্চ রানের ইনিংস গড়েছেন।

 

গাপটিলের ইনিংসের উপরে ভর করে ৫০ ওভারে নিউ জিল্যান্ড তোলে ৩৯৩ রান। ছয় উইকেট হারিয়ে এই বিশাল রান তোলায় প্রথম থেকেই চাপে পরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

জবাবে ৩০.৩ ওভারে ২৫০ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

ক্রিস গেইল ৬১ রান করেন।

 

নিজের দশ ওভারে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪৪ রান দিয়ে চার উইকেট তোলেন।