Sports

তামিমের ৭৮, বাংলাদেশের হয় লড়ছেন সাকিব

তামিমের ৭৮, বাংলাদেশের হয় লড়ছেন সাকিব

| | 21 Oct 2016, 12:58 pm
চট্টগ্রাম, অক্টোবর ২১ঃ ইংল্যান্ডকে শেষ করে দেওয়ার পরে, বাংলাদেশ শুক্রবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান করেন।

উইকেটে ব্যাট করছেন সাকিব ৩১ ও নাইটওয়াচম্যান শফিউল ইসলাম শূন্য রানে।

 

দিনের শেষের দিকে বাংলাদেশ ধাক্কা খায় যখন বেন স্টোকসের বলে ফিরে যান মুশফিকুর রহিম (৪৮)।

 

গ্যারেথ ব্যাটি, আদিল রশিদ, মইন আলি ও জো রুট মিলে চারজন স্পিনার আজ ইংল্যান্ডের হয় বল করেন।

 

তবে আজকের দিনে বাংতলাদেশের হয় সব থেকে বেশি রান করেন তামিম ইকবাল।

 

গ্যারেথ ব্যাটির বলে উইকেট হারান উনি।

 

তবে ফিরে যাওয়ার আগে ১৭৯ বলে ৭৮ রান করেন বাংলাদেশের ওপেনার।

 

ইংল্যান্ডের হয়ে আলি দুটি উইকেট তুলেছেন।

 

এর আগে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়.২৯৩ রানে।

 

মেহেদী হাসান মিরাজ নিজের অভিষেক ম্যাচেই চমক সৃষ্টি করেছেন।

 

৮০ রানে ৬ উইকেট নিয়ে উনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ বোলার।

 

Image: Wikimedia Commons