Sports

আবার বৃষ্টির ধাক্কায় খেলা হল না সারাদিন

আবার বৃষ্টির ধাক্কায় খেলা হল না সারাদিন

| | 12 Jun 2015, 01:17 pm
ঢাকা, জুন ১২- ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচের তৃতীয় দিনেও বৃষ্টি জন্য আগে খেলা শেষ হয়েছে।

দিনের শেষে ছয় উকেট হারিয়ে ৪৬২ রান তুলেছে বাংলাদেশ।

 

প্রথম দিন বিনা উইকেটে ২৩৯ রান তোলার পরে, গতকাল বৃষ্টির জন্য একটিও বল খেলা হয়নি।

 


আজকে মোট ৪৭.৩ ওভার খেলা হলেও, বাতিল হয়েছে ৫০ ওভার।

 

কালকেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকায়, ধরা জেতেই পারে যে এই টেস্ট ম্যাচ আস্তে আস্তে ড্র এর দিকে এগোচ্ছে।

 

শিখর ধাওয়ান (১৭৩) ও মুরালি বিজয় (১৫০) মিলে ২৮৩ রানের জুটি গড়েন।

 

রাহানে ৯৮ রানে আউট হওয়ায়, দুই রানে নিজের সেঞ্চুরি করার থেকে ফস্কান।

 

সাকিব আল হাসান চারটি উইকেট তুলেছেন।

 

ধাওয়ানের উইকেট নেওয়ার সাথে সাথে সাকিব শততম টেস্ট উইকেট তুলে ফেলেছেন।