Sports

বাংলাদেশ সফরের আগে ডারউইনে ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল

বাংলাদেশ সফরের আগে ডারউইনে ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল

| | 25 Jun 2017, 12:39 pm
মেলবোর্ন, জুন ২৫ঃ বাংলাদেশের সফরের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ডারউইনে ক্যাম্প করবে।

এক সপ্তাহের জন্য এই ক্যাম্প চলবে।

 

ভারত সফরের আগে, অস্ট্রেলিয়া দুবাইতে অনুশীলন ও ক্যাম্প করেছিল।

 

ডারউইনের ক্যাম্প চলাকালীন, অস্ট্রেলিয়া দল নিজেদের মধ্যে তিন দিনের একটি ম্যাচ খেলবে।

 

বাংলাদেশ সফর অস্ত্রেলিয়ার দল শুরু করবে আগামী ১৮ অগাস্ট।

 

ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে বিশ্ব চ্যাম্পিয়ান দল।

 

অস্ট্রেলিয়া এই সফরের জন্য আগেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল।

 

অস্ট্রেলিয়া ২০০৬ সালে শেষ বাংলাদেশে টেস্ট খেলেছিল।

 

বাংলাদেশের বিরুদ্ধে এই দলের একজনেরও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

 

প্রথম টেস্ট ঢাকায় খেলা হবে ২৭ অগাস্ট।

 

চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর।


অস্ট্রেলিয়া দল:

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হেইজেলউড, উসমান খাওয়াজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশ, ম্যাথু ওয়েড

 

Image: Santabanta.com