Sports

চলে গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি

চলে গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি

| | 04 Jun 2016, 05:59 am
অ্যারিজোনা, জুন ৪ঃ বক্সিং এরদুনিয়ার সম্রাট কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি আজ মারা গেছেন।

বহু ভক্তদের চোখে অশ্রু এনে, উনি  অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৭৪।

 

পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই বক্সার, যিনি বেশ কিছু দিন ধরে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, মারা যান, মার্কিন সংবাদ মাধ্যম সুত্রে জানা যায়।

 

ওনার শেষকৃত্য অনুষ্ঠান হবে কেনটাকির লুয়াভিলে।

 

নিজের জীবনে বহু বছর উনি পারকিনসন্স রোগে ভুগেছেন।

 

রিংয়ে নিজের ঘুষি দিয়ে পৃথিবীর বিখ্যাত বক্সারদের হারানো আলি তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন।

 

১৯৪২ সালের ১৭ জানুয়ারি কেনটাকির লুয়াভিলে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নামে জন্ম নেওয়া আলি , বক্সিং থেকে অবসর নিয়েছিলেন ১৯৮১ সালে।

 

নিজের বক্সিং জীবনে ৬১টি পেশাদার লড়াইয়ের মধ্যে ৫৬টিতে জিতেছেন এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা ।

 

ওনার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে পরেছে ওনার ভক্তদের মাঝে।

 

ফেসবুক, তুই ও বিভিন্ন সামাজিক মাধ্যমের দ্বারা আলির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বহু মানুষ।

 

ইমেজঃ উইকিমিডিয়া কমন্স