Sports

নিউ জিল্যান্ডকে চূর্ণ করে আবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

নিউ জিল্যান্ডকে চূর্ণ করে আবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

| | 29 Mar 2015, 12:30 pm
মেলবোর্ন, মার্চ ২৯- বিশ্ব ক্রিকেটে নিজেদের আবার একবার সেরা প্রমাণ করে রোববার এমসিজিতে নিউ জিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ জিতে নিয়েছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড ১৮৩ রানে অল আউট হয়ে যায়।

 

অস্ট্রেলিয়া্ন বোলারদের দুর্দান্ত বলিংয়ের সামনে দাড়াতেই পারেনি নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানেরা।

 

একমাত্র গ্রান্ট এলিয়ট রুখে দাঁড়িয়েছিলেন এই শক্তিশালী বোলিং হামলার সামনে।

 

এলিয়ট ৮২ বল খেলে ৮৩ রান করেন। উনি মারেন সাতটি চার ও একটি ছক্কা।

 

রস টেইলরের সাথে জুটি গড়ে দুইজনে মিলে চতুর্থ উইকেটে ১১১ রান করেন।

 

তবে ৩৬তম ওভারে এই জুটি ভাঙার পরে, জনসন , ফকনার আর স্ট্যার্কদের স্যামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানেরা।

 

জনসন ও ফকনার তিনটি করে উইকেট তুলেছেন।

 

জেতার লক্ষ্য ১৮৪ নিয়ে নামার পরে, প্রথমেই অ্যারন ফিঞ্চের উকেট হারায় অস্ট্রেলিয়া।

 

ট্রেন্ট বোল্ট তুলে নেন ফিঞ্চের উকেট,তবে ডেভিড ওয়ার্নার (৪৫) ও স্টিভেন স্মিথ (৫৬*) মিলে নতুন করে ইনিংসটি গড়ে তোলেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান করেন।

 

ম্যাট হেনরির বলে ওয়ার্নার আউট হয়ে যাওয়ার পরেই অধিনায়ক মাইকেল ক্লার্ক ক্রিজে আসেন।

 

জীবনে শেষ একদিনের খেলায় ৭২ বলে ৭৪ রানের চমৎকার ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান ক্লার্ক।

 

স্মিথের সাথে ১১২ রানের জুটি গড়ে ক্লার্ক শুধু জেতার লক্ষ্যের কাছেই পৌঁছালেন না, নিউ জিল্যান্ডকেও আর ম্যাচে ফেরার সুযোগ দেননি।

 

শেষে হেনরির বলে আউট হয়ে ফিরে যাওয়ার পরে, শেন ওয়াটসন আর স্মিথ বাকি রান তুলে ফেলেন। মাত্র ৩৩.১ ওভারে এক উইকেট হারিয়ে ১৮৬ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

 

মোট পাঁচবার এই ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া।

 

আজকের আগে, ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

 

স্ট্যার্ককে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাছা হয়েছে।