Sports

গৌল্ড 'নো বল' ডাকায় বিতর্ক

গৌল্ড 'নো বল' ডাকায় বিতর্ক

| | 19 Mar 2015, 09:17 am
ঢাকা, মার্চ ১৯- কোয়ার্টার ফাইনালে 'নো বল' করবার জন্য ভারতের রোহিত শর্মাকে নট আউট দেওয়ার সিদ্ধান্তটি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।

আর এই বিতর্কের কেন্দ্রনবিন্দুতে আছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড।

 

ভারতের ৪০ তম ওভারে রুবেল হোসেনের বলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ আউট হন শর্মা। ক্যাচটি নেন ইমরুল কায়েস।

 

তবে কোমরের ওপরের উচ্চতায় বল ছোড়া অপরাধে, গৌল্ড \'নো বল\' ডাকায় বেঁচে যান শর্মা।

 

তখন ৯০ রানে ব্যাট করছিলেন এই ভারতীয় ওপেনার।

 

তবে এই সিদ্ধান্তটিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। রিপ্লে দেখে মনে হয়নি বলটি কোমরের উপরে থাকতো।

 

এই বিষয় ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষন টুইটারে লিখেছেনঃ "খারাপ সিদ্ধান্ত দিলেন গৌল্ড। অবশ্যই কোমরের ওপরে ছিলে না। রোহিত ভাগ্যের সহায়তা পেলেন। এই থেকেই হয়তো ২০ রানের পার্থক্য হয়ে গেল।"

 

১৩৭ রান করে শেষে আউট হন শর্মা।

 

ম্যাচে ১০৯ রানে বাংলাদেশকে হারিয়ে ভারত বৃহস্পতিবার সেমিফাইনালে পৌঁছেছে।