Sports

আইসিসি র‍্যাঙ্কিং: নিচে নামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিং: নিচে নামল বাংলাদেশ

| | 19 Jun 2017, 11:02 am
ঢাকা, জুন ১৯ঃ চ্যাম্পিয়ান্স ট্রফির সেমি-ফাইনালে পৌঁছালেও, আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাকদেশ এক ধাপ নিচে নেমেছে।

আজ আইসিসি নতুন এই র‍্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করেছেন।

 

গতকাল এই টুর্নামেন্ট শেষ হয়, ভারতকে ১৮০ রানে হারিয়ে পাকিস্তানেই ট্রফি জিতেছে।

 

তালিকায় ছয় নম্বর স্থানে এখন তাই পাকিস্তান।

 

৯৩ পয়েন্ট নিয়ে এই তুরনামেন্তে খেলা শুরু করেছিল বাংলাদেশ।

 

Image: ICC Twitter page

 

নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছায় দল।

 

তবে ভারতের হার ও পাকিস্তানের জয়ের ফলে এখন সব অঙ্ক পাল্টে গেছে।

 

বাংলাদেশ এক ৯৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

 

বাংলাদেশের নিচে এখন শ্রীলঙ্কা।

 

এই মুহূর্তে তালিকায় নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


দক্ষিণ আফ্রিকা (১১৯)  এখন প্রথম স্থানে আছে।

 

তবে চ্যাম্পিয়ান্স ট্রফির গ্রুপ স্টেজ তারা টপকাতে পারেনি।