Sports

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত

| | 06 Mar 2016, 12:34 pm
ঢাকা, মার্চ ৬- আট উইকেটে বাংলাদেশকে হারিয়ে রোববার এশিয়া কাপ জিতে নিয়েছে ভারত।

বাংলাদেশের ১২০ রানে পাঁচ উইকেটের জবাবে, ভারত সাত বল বাকি থাকতেই ১২২ রান করেন।

 

শেষে ৬ বলে ২০  করে ভারত অধিনায়ক এম এস ধোনি প্রায় একা হাতেই ম্যাচ জিতে নিয়েছেন।

 

নিজের এই অপরাজিত ইনিংসে, উনি মেরেছেন দুটি চার ও দুটি ছক্কা।

 

আল আমিনের প্রথম ওভারেই রোহিত শর্মা (১) কে ফিরিয়ে বাংলাদেশ শুরুটা বেশ ভালো করেছিল।

 

তবে, ভিরাট কোহলি (৪১*)-শিখর ধাওয়ান (৬০) মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৪ রান করে পড়ায় জেতার রানের কাছে নিয়ে যান ভারতকে।

 

পরে শিখর আউট হওয়ার পরে উইকেটে আসেন ভারত অধিনায়ক।

 

তাসকিনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন   শিখর ।

 

ধোনি এসেই বড় শট মেরে ম্যাচ জিতে বেরিয়ে যান।

 


টসে হারলেও, প্রথমে ব্যাট করে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে নিজের ১৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১২০ রান করেছিল।

 


মাহমুদউল্লাহর ঝড়ো ৩৩ নট আউট ও সাব্বির রহমান (৩২*) মিলে ১২০ রান সংগ্রহ করে, ভারতের বিরুদ্ধে লড়াই করবার মত জায়গায় পৌছায় বাংলাদেশ।

 

মাহমুদউল্লাহ নিজের ১৯ বলে দুটি করে চার ও ছক্কা মারেন।

 

বৃষ্টির জন্য আজ ম্যাচ নির্ধারিত সময় শুরু হয়নি।

 

পরে ১৫ ওভার নামিয়ে দেওয়া হয় ম্যাচটি।