Sports

 ভারতকে হারিয়ে প্রথমবার সিরিজ বাংলাদেশের

ভারতকে হারিয়ে প্রথমবার সিরিজ বাংলাদেশের

| | 21 Jun 2015, 01:27 pm
ঢাকা, জুন ২১- ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখে, রোববার বাংলাদেশ ভারতকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে।

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে।



বৃষ্টির থাবা বসানো ম্যাচে, প্রথমে বাংলাদেশের বোলারেরা ২০০ রানে শেষ করে দেয় ভারতের ইনিংস।

 

মুস্তাফিজ একাই শেষ করে দিয়েছে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ।

 

এই ম্যাচে ৪৩ রান দিয়ে ছয় উইকেট তোলায়, দুই ম্যাচে টানা পাঁচ উইকেট তোলার নতুন ইতিহাস গড়েছেন এই তরুণ বোলার। ক্রিকেটের ইতিহাসে এই দ্বিতীয়বার, জীবনের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট তুলেছেন কোনও বোলার।

 


ভারতের ইনিংসের ৪৪ ওভারে বৃষ্টি হওয়াতে, ৪৭ ওভারে নেমে আসে ম্যাচ।

 

তবে বাংলাদেশের বোলারেরা মাত্র ৪৫ অভারেই ২০০ রানে শেষ করে দেয় ভারতের ইনিংসকে।

 

ভারতের হয়ে শিখর ধাওয়ান সর্বোচ্চ ৫৩ রান করেন। এম এস ধোনী ৪৭ রান করলেও শেষ পর্যন্ত থাকতে পারেনি। ৪০ ওভারে মুস্তাফিজের বলে আউট হয়ে ফেরেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

 

সৌম্য সরকার (৩৪), লিটন দাস (৩৬), মুশফিক (৩১), সাকিব আল হাসান (৫১*), সাব্বির রহমান (২২*) সবাই মিলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ঠিক করা ২০০ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

 

একটি ম্যাচ বাকি থাক্তেই বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে।

 

কিছুদিন আগে দেশের মাটিতে পাকিস্তানকে একদিনের সিরিজে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।