Sports

বাংলাদেশের সামনে ৩০৩ রানের লক্ষ্য

বাংলাদেশের সামনে ৩০৩ রানের লক্ষ্য

| | 19 Mar 2015, 02:52 am
মেলবোর্ন, মার্চ ১৯- রোহিত শর্মার দুর্দান্ত ১৩৭ রানের ইনিংসের উপরে ভর করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ছয় উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছেন।

নিজের ১২৬ বলে ইনিংসে মেরেছেন ১৪টি চার ও তিনটি বিশাল ছক্কা।

 

শর্মা ছাড়া সুরেশ রাইনা ৬৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

 

এক সময় ১১৫ রানে তিনটি উইকেট হারানোর পরে, এই দুজনে মিলে চতুর্থ উইকেটে জুটি বেঁধে ১২২ রান তোলেন।

 

বাংলাদেশের হয়ে তাস্কিন আহমেদ তিনটি উইকেট নেন।

 

আগে টস জিতে ভারতের অধিনায়ক এম এস ধোনি ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিলেন।



নিজেদের ৫০ ওভারে বাংলাদেশকে ম্যাচটি জিততে হলে ৩০৩ রান করতে হবে।