Sports

এইবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

এইবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

| | 15 Jul 2015, 12:56 pm
চট্টগ্রাম, জুলাই ১৫- দাপটের সাথে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে বুধবার বাংলাদেশ প্রথমবারের জন্য ক্রিকেট দুনিয়ার এই শক্তিশালী দেশের বিরুদ্ধে সিরিজ জিতলো।

এই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতেছে বাংলাদেশ।


এই জয়ের সাথে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তানকেও নিজেদের দেশের মাটিতে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।


তবে আজকের ম্যাচে বাংলাদেশের নায়ক দুইজন- সৌম্য সরকার (৯০) ও তামিম ইকবাল (৬১*)।


দক্ষিণ আফ্রিকার ১৬৮ রানে নয় উইকেট হারানো স্কোরকে তাড়া করতে নেমে দুইজনে মিলে প্রথম উইকেটে মিলে ১৫৪ রান তুলে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে গেছিল বাংলাদেশকে।


প্রথম উইকেট জুটি ভাঙ্গেন ইমরানতাহির। তবে আর কোনও উইকেট না হারিয়ে ইকবাল ও লিটন দাস (৫*) মিলে মাত্র ২৬।১ ওভারে জেতার ১৭০ রানে পৌঁছান।


আগে, ৪০ ওভারে ১৬৮ রা করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা।

 

তাদের ইনিংসের ২৩ তম ওভারে বৃষ্টি শুরু হওয়ার পরে ম্যাচ প্রায় তিন ঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। পরে, ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয়ে ৪০ ওভারে।


দক্ষিণ আফ্রিকার হয়ে জে পি দুমিনি (৫১) সর্বাধিক রান করেন।

 

দুমিনি ও ডেভিড মিলার (৪৪) মিলে পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়েছিলেন। এই জুটির সুবাধেই ১৫০ রানের উপরে স্কোরটি তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।

 

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান তিনটি উইকেট তোলেন।