Sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি

| | 27 Jun 2016, 02:05 pm
নিউ জার্সি, জুন ২৭ঃ সারা পৃথিবী জুড়ে অগুন্তি ভক্তকে কাঁদিয়ে, রোববার আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ফুটবলপ্রেমীদের কী হয়তো এই সিদ্ধান্তের বিষয় সামান্য আঁচও করতে পারেনি।

 

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরেই এই সিদ্ধান্ত জানান মেসি।


ফাইনাল ম্যাচে দুই দলের এই লড়াইয়ের মাঝে নির্ধারিত আর অতিরিক্ত সময় ফলাফল গোলশূন্য থাকে।

 

টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারায় চিলি।

 

আর ম্যাচটি জেতার সাথে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করে চিলি।

 

তবে, এই শেষবারের মত আন্তর্জাতিক ফুটবলের মহফিলে দেখা দিলেন মেসি। হারের পরেই জানালেন আর খেলবেন না দেশের হয় আন্তর্জাতিক ফুটবল।

 

"ড্রেসিং রুমে আমার মনে হলো, জাতীয় দলে আমার খেলা শেষ," মেসি বলেন।

 

নিজের দলকে বেশ কয়েকবার ফাইনালে নিয়ে গেলেও শিরোপা জেতাতে পারেনি উনি। ২০১৪ সালে বিশ্বকাপ ও তার পাশাপাশি দুটি কোপায় হার মানতে হয়েছে মেসি ও আর্জেন্টিনাকে।

 

মেসি বলেছেন চ্যাম্পিয়ন হতে না পারাটা এক কষ্টের অনুভূতি।

 

রোববার রাতের ফাইনাল ম্যাচে দর্শকদের হতাশ করে টাইব্রেকারে নিজেদের প্রথম শটেই গোল করতে পারেননি মেসি।

 

নিজের আন্তর্জাতিক জীবনে আর্জেন্টিনার হয় ১১২ ম্যাচ খেলেছেন উনি। গল করেছেন ৫৫ টি।