Sports

বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল ফাফ ডু প্লেসির বিরুদ্ধে

বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল ফাফ ডু প্লেসির বিরুদ্ধে

| | 18 Nov 2016, 09:28 am
সিডনী, নভেম্বর ১৮- অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের মাঝেই, দুঃসংবাদ কড়া নেড়ে এসেছে দক্ষিণ আফ্রিকার শিবিরে।

আইসিসি বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন এই মুহূর্তে দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ফাফ ডু প্লেসির বিরুদ্ধে।

আর যদি প্রমাণিত হয় তবে টেস্টের নিষেধাজ্ঞা হতে পারে ওনার বিরুদ্ধে।

তবে এই খেলোয়াড় অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন।

 

এই বিষয়টির শুনানি হবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে তবে এখনও পর্যন্ত তাঁর তারিখ জানা যায়নি।

 

হোবার্ট টেস্টের চতুর্থ দিনের একটি টেলিভিশন ফুটেজ দেখার পরেই প্রশ্ন ওঠে অধিনায়কের বিরুদ্ধে।

 

আজ এই বিষয় আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়টি জানিয়েছেন আইসিসি।

 

ফুটেজে,  চুইংগাম মুখে থাকা ফাফ ডু প্লেসিকে দেখা যায় লালা মাখাচ্ছেন বলে।

 

নিজেদের ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ এই সংস্থা জানিয়েছেন যে আচরণবিধির ২.২.৯ ধারা ভাঙার ফলেই দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

 

এই ধারা অনুযায়ী, খেলার সময়, কৃত্রিম বস্তু ব্যবহার করে বল ঘষা যাবে না।